চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোজাম্মেল হক মোতা (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সাথে থাকা জাহিদ হাসান (৪৫) নামে এক ব্যক্তি। মঙ্গলবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জ এলাকা মদনবাবুর মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার জুড়ান মন্ডলের ছেলে এবং আহত জাহিদ হাসান পাশের পোস্টঅফিস পাড়ার শওকত আলী ওরফে সন্টুর ছেলে। আহত জাহিদ হাসানের অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজাশাহী মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল হক মোতা। সাথে ছিলেন বন্ধু জাহিদ হাসান। পথে মুন্সিগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহি বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের গাইডপোস্টের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে গুরুতর আহত হন দুজনেই। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আসার আগেই মোজাম্মেল হকের মৃত্যু হয়েছে। আহত জাহিদ হাসানের অবস্থাও শংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজাশাহী মেডিকেলে স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ মর্র্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ