দুই যুগে প্রবেশ প্রবেশ করল দেশের সব চেয়ে জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেরপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার দুপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের মডেল গার্লস ডিগ্রী কলেজ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালির পরে সভার শুরুতে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মরহুম পীর হাবিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। মডেল গার্লস ডিগ্রী কলেজের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরল ইসলাম হিরু, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আখতারুজ্জামান, মডেল গার্লস ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারওয়ার, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. খাইরুল কবীর সুমন, এলজিইডির সহকারী প্রকৌশলী তামিম বিন জাহিদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এড. রফিকুল ইসলাম আধার প্রমুখ।
উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ বিণ্টু, আব্দুল মজিদ, মলয় মোহন বল, মানিক দত্ত, মহিউদ্দিন সোহেল, প্রেসক্লাবের প্রচার সম্পাদক জুবাইদুল ইসলাম, বুকুল, সফিউল ইসলাম সম্রাট, তরিকুল ইসলাম, বুলবুলসহ জেলার অসংখ্য সাংবাদিক। র্যালিতে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মডেল গার্লস ডিগ্রি কলেজের শিক্ষক ও কয়েকশ নারী শিক্ষার্থী। আলোচনা শেষে বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে প্রবেশ উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল