রাজবাড়ী সদর উপজেলার পূর্ব মূলঘর গ্রামে প্রবাসী মওদুদ মিয়া পান্নার স্ত্রী বিউটি আক্তার বৃষ্টিকে হত্যাচেষ্টার সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতাদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মূলঘর ইউনিয়নবাসীর আয়োজনে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মূলঘর ইউনিয়নের কয়েক’শ মানুষসহ তার স্বজনরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে পূর্ব মূলঘর এলাকার সৌদি আরব প্রবাসী পান্না মিয়ার মা মোসলেমা পারভীন, চাচা ইলিয়াস মিয়া, আব্দুর সালামসহ অন্যরা বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, গত ২ মার্চ ভোর রাতে বিউটি আক্তার বৃষ্টিকে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় পূর্ব মূলঘর গ্রামের এহতেশামুল হক ফারুক ও ফরিদ সরদারের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি সদর থানা পুলিশ। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার ও বিচার দাবি তার স্বজনদেরা।
বিডি প্রতিদিন/হিমেল