বরগুনা মৎস্য বিভাগের উদ্যোগে আরডিএফ মিলানায়তনে আজ বুধবার ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন, জাতীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মৎস্য দপ্তর আনিচুর রহমান,উপ-পরিচালক ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আঃ রশিদ,আঃ মোতালেব মৃধা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম, মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দে।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘বঙ্গবন্ধু কৃষকদের উন্নয়নে সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্হাপনা করেছিলেন। বঙ্গবন্ধুর কৃষি ব্যবস্হাপনায় মৎস্য প্রাণী সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের যে লক্ষ্য ছিলো আজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার তা বাস্তবায়নে কাজ করছে।’
এছাড়াও ইলিশ সম্পদ রক্ষায় জেলে, মৎস্যজীবী, মৎস্য ব্যাবসায়ী সহ সকলকে আন্তরিক হওয়ায় আহবান জানান তিনি।
বিডি প্রতিদিন/নাজমুল