মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে মামনি’মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সেভ দ্যা চিলড্রেন ও পি এইস ডি'র সহযোগিতায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক ডা. ননী ভূষণ তালুকদার, সেইভ দ্যা চিলড্রেনের এ্যাডভাইজার ডা. যতন ভৌমিক প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ইউনিয়ন পরিষদে গেলে সাধারণ মানুষ যাতে কারো দ্বারা হয়রানির স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মামনি’মাতৃ ও নবজাতক স্বাস্থ্য সেবা উন্নয়ন প্রকল্পের আপনাদের সহায়তা পেলে এটি বাস্তবায়ন হবে।
উল্লেখ্য, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক অ্যাডভোকেসি সভায় সুনামগঞ্জ জেলার ১২ টি উপজেলার উপজেলা চেয়াম্যান, নিবার্হী অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়াম্যানগণ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল