পঞ্চগড়-ঢাকা রেল রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস ‘ঝ’ বগি ছাড়াই ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এতে ওই বগির টিকেটধারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণে ‘ঝ’ বগি পঞ্চগড়ে রেখে ট্রেন যাত্রা শুরু করে।
একতা এক্সপ্রেসের ‘ঝ’ বগির মোট আসন সংখ্যা ৯০টি। এর মধ্যে দিনাজপুর রেলওয়ে স্টেশনের জন্য বরাদ্দকৃত আসন ২০টি। মঙ্গলবার রাত ১১টা ১২ মিনিটে দিনাজপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল একতা এক্সপ্রেসের। কিন্তু ট্রেনটি ১৮ মিনিট দেরি করে রাত সাড়ে ১১টায় দিনাজপুর থেকে ছেড়ে যায়।
ঝ বগির টিকেটপ্রাপ্ত কয়েকজন যাত্রী জানান, দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করলেও মঙ্গলবার রাতে স্টেশনে এসে দেখি নির্ধারিত বগিটি নেই। পরে কর্তৃপক্ষকে জানালে তারা জানায়, ‘ঝ’ বগিটির যাত্রা বাতিল করা হয়েছে।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার এবিএম জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যান্ত্রিক সমস্যার কারণে একতা এক্সপ্রেসের ঝ বগিটি পঞ্চগড়ে রেখেই যাত্রা শুরু হয়। লালমনিরহাট থেকে কন্ট্রোল অর্ডারে (আদেশ) আমাদের বগি বাতিলের তথ্য জানানো হয়। তবে বগির টিকিটধারীদের টাকা ফেরত দেওয়া হয় বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল