সিলেটের বিশ্বনাথে নিত্য পণ্যের বাজার মূল্য সহনীয় রাখতে ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা সদরের নতুন ও পুরাতন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার।
এ সময় মূল্য তালিকা না থাকাসহ নানা অভিযোগের দায়ে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৮টি প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার বলেন, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়েছে। নিত্য পণ্যের বাজার মূল্য সহনীয় রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ