চাঁদপুরের কচুয়ায় ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।
বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মো. শাহিন ও এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের জগতপুর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে সিএনজিতে তল্লাশি চালিয়ে ১৮০ পিচ ফেনসিডিলসহ তাদের আটক করে।
তারা হলেন- চট্টগ্রাম সন্দীপ উপজেলার বাউরিয়া গ্রামের সৌরভ চৌধুরী (২৬), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজবল্লবপুর গ্রামের আজাদ হোসেন (৩২), হাজীগঞ্জ উপজেলার বলাখাল গ্রামের মো. রাজন হোসেন (২৮) ও শাহরাস্তি উপজেলার রাড়া গ্রামের ইউনুছ (৩১)।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সঠিক তথ্য না দেওয়ার কারণে আদালতে প্রেরণ বিলম্বিত হয়। বৃহস্পতিবার আটককৃতদের চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর