কিশোরগঞ্জের ভৈরবে বসতঘরে আগুন লেগে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বাঁশগাড়ি গ্রামের মুন্সি বাড়িতে এ ঘটনাটি ঘটে। মৃত শিশুর নাম তাহিয়া বেগম। তার বাবার নাম দুলাল মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বসতঘরের পাশে রান্না করার সময় চুলা থেকে আগুনের শিখা ঘরের বেড়ায় লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরের ভেতরে থাকা শিশু তাহিয়া বেগমকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ভৈরব নদীঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার মোবারক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা তিন বছরের এক শিশু আগুনে পুড়ে মারা গেছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই