ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিকরণের লক্ষ্যে ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার সকালে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেশ রঞ্জন রায়।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী ট্রাস্টি কমিটির সভাপতি অরুপ চন্দ্র রায়, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মনি শংকর কীর্ত্তনিয়া ও জেলা ব্রাহ্মণ সংঘের সাধারণ সম্পাদক প্রবীর আচার্য প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন পুরোহিত অংশ নেয়।
বিডি প্রতিদিন/এমআই