স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের জম্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে এমপি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় উইনার্স ক্লাবের আয়োজনে দালাল বাজার এনকে উচ্চ বিদ্যালয় মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।
উদ্বোধনী ম্যাচে দালাল বাজার ইউনিয়ন ও উত্তর হামছাদী ইউনিয়ন মুখোমুখি হন। খেলায় ৪-২ গোলে বিজয়ী হন দালাল বাজার। টূর্ণামেন্টে সদর উপজেলার ৮টি দল অংশ নেয় বলে জানান আয়োজকরা।
বিডি প্রতিদিন/এএ