বরিশাল নগরীর বিএম কলেজ কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় নাদিম হোসেন (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বিকেল ৫ দিকে বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাদিম বরিশাল সদর উপজেলার ঝড়ঝড়িয়াতলা এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের ইতিহাস বিভাগের স্নাতক সন্মান ৩য় বর্ষের পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের সহপাঠীরা জানায়, বিএম কলেজ কেন্দ্রে স্নাতক ৩য় বর্ষের পরীক্ষা শেষ করে নাদিম মোটরসাইকেল চালিয়ে ক্যাম্পাস থেকে বের হচ্ছিলো। এ সময় নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালমুখি একটি মাইক্রোবাস নাদিমের মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ধাক্কায় নাদিম সিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাস চালকের বিচার দাবী করেন তারা।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করে কোতয়ালী মডেল থানা পুলিশ। তবে ঘাতক মাইক্রোবাস কিংবা চালককে আটক করতে পারেনি তারা। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন করে মাইক্রোবাস শনাক্ত করে অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক ফজলুল হক।
বিডি প্রতিদিন/এএম