বাগেরহাটের মোংলা উপজেলা সদরে ৩ হাজার ৭৫০ কেজি চোরাই গম জব্দ করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় মোংলা উপজেলা সদরের মাদ্রাসা রোড এলাকা থেকে ৭৫টি বস্তা ভর্তি এসব গম জব্দ করা হয়। এসময় গম চোরাচালানের সাথে জড়িত আছাদুল মন্ডল (৩৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আছাদুল মন্ডল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা পুরনদর গ্রামের সাজু মন্ডলের ছেলে। সে মোংলা উপজেলার কুমারখালী এলাকার বাবুল আক্তারের বাড়িতে ভাড়া থাকেন। মোংলা এলাকায় তার গমসহ নানা ব্যবসা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলা সদরের মাদ্রাসা রোড এলাকায় ৭৫টি বস্তা ভর্তি এসব গম জব্দ করা হয়। এর সাথে জড়িত আছাদুল মন্ডল (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এই গমগুলো বন্দরের জাহাজ থেকে চুরি করে আনা হয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম