খাগড়াছড়িতে ১১ বছরের কন্যা শিশুকে গণধর্ষণের মামলায় ২ আসামিকে যাবজ্জীবন ও অপর আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন।
খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো এ তথ্য নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্তরা হলেন- খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার মূয়রখীল এলাকার আব্দুর রহিম, শহীদুল ইসলাম ও নবী হোসেন। দণ্ডিত আসামিদের রায় পড়ার সময় খাগড়াছড়ি জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
অ্যাডভোকেট বিধান কানুনগো আরও বলেন, ২০০০ সালের ৯ ডিসেম্বর লক্ষ্মীছড়ির মূয়রখীল গুচ্ছগ্রামে ১১ বছরের কন্যা শিশুকে আসামিরা পালাক্রমে গণধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ঘটনার চার দিন পর লক্ষ্মীছড়ি থানায় দণ্ডিতদের আসামি করে মামলা করেন। আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত আব্দুর রহিম ও শহীদুল ইসলামকে সশ্রম যাবজ্জীবন এবং নবী হোসেনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একই সাথে তিনজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেয় আদালত। রায়ে সন্তোষ জানিয়েছে রাষ্ট্রপক্ষ ও ভিকটিমের পরিবারের।
বিডি প্রতিদিন/আবু জাফর