ফেনীর সোনাগাজীতে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে জমি ক্রয়ের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াতের সভাপতিত্বে ও বিআরডিবি চেয়ারম্যান মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিখন বণিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সাবেক চেয়ারম্যান জহিরুল আলম জহির, মফিজুর রহমান ভূঞা, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা আহমেদ করিম, সোনাগাজী উপজেলা সাব রেজিস্ট্রার আকরাম হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান।
মুজিব বর্ষে আমিরাবাদ ইউনিয়নের চরকৃষ্ণজয় গ্রামে ১২৫জন ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য পাঁচজন ভূমি মালিক থেকে প্রতিশতক ভূমি ৩৯হাজার টাকা করে ২৫৭.৪৩ শতক ক্রয় করা হয়। একই অনুষ্ঠানে জমি বিক্রেতারা জেলা প্রশাসকের কাছে উল্লেখিত জমির দলিল হস্তান্তর করেন।
বিডি প্রতিদিন/নাজমুল