বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের উদ্যোগে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল আলম, এম.এসসি’র পক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার উপ-পরিচালক এনায়েতুল্লাহ একরাম পলাশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানায়। এসময় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান ও আজীবন সদস্য মো: শাহজাহান সাজু, হিসাব রক্ষক মো: আরিফুর রহমান মনির, যুব প্রধান তানভীর রশিদসহ ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
শফিকুল আলম বলেন, ‘১৭ মার্চ দিনটি বাঙালি জাতির জন্য আনন্দের ও গর্বের। কারণ, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না। আমরা পেতাম না স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র।’
বিডি প্রতিদিন/নাজমুল