জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি পালন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৯ টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
শিশু সমাবেশ, আনন্দ র্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য আমিরুল আলম মিলন এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনিয়া পারভিন, থানার ওসি শাহজাহান আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও নারী ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সপ্তাহব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি আঁকা, রচনা প্রতিযোাগিতার আয়োজন করেছে। এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সকল শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থাগুলো ও উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করছে। ##
বিডি প্রতিদিন/নাজমুল