পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, চিত্রাঙ্কন, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গলাচিপা প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, মুক্তিযোদ্ধা মু. নুরুল ইসলাম ধলা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন প্রমুখ।
এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সেখানে চিত্রাঙ্কন, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে উপজেলা আওয়ামী লীগ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মিলাদ এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে উদযাপন করেছে।
বিডি প্রতিদিন/এএম