স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ওসি আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, সিনিয়র মৎস্য অফিসার সিরাজুস সালেহীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বদিউল আলম রতন, বিজয় চন্দ্র বিশ্বাস, সিনিয়র সাংবাদিক হুমায়ূন কবির মুকুল, নাজিম উদ্দিন প্রমুখ। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামুর উপস্থাপনায় এতে উপজেলার বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আলোচকরা বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এএ