নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির পরিপ্রেক্ষিতে বন্ধ থাকার তিনদিন পর পুনরায় নৌপথে যাতায়াত শুরু হয়েছে। তবে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চের পরিবর্তে সি-ট্রাক যাত্রী সেবা চালু করা হয়। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথে 'এসটি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত' নামে সি-ট্রাক চলাচল শুরু হয়। প্রথম যাত্রায় ৩০ জন যাত্রী নিয়ে চলাচল শুরু হয।
সি-ট্রাকের ক্যাপ্টেন (চালক ইনচার্জ) নূর হোসেন সুমন বলেন, বিআইডব্লিউটিসি'র নির্দেশে এ পথে সি-ট্রাক চলাচল শুরু হয়েছে। এই সি-ট্রাকে যাত্রী ধারণ ক্ষমতা ২০০ জন। যাত্রী ভাড়া ৪০ টাকা। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে মুন্সিগঞ্জ যেতে পারবো।
তিনি আরও বলেন, এটা সমুদ্রে চলাচলের উপযোগী। ফলে ঝুঁকি অনেক কম। নিরাপদে যাত্রীরা যেতে পারবে। এটা আগে বগুড়া থেকে জামালপুর নৌ পথে চলাচল করতো। তবে নদীর নব্যতা কম থাকায় বন্ধ ছিল। ফলে এখানে আনা হয়েছে। এ সি-ট্রাকে দুটি ইঞ্জিন আছে। এটা পরিচালনায় ৯জন কর্মকর্তা আছে।
এদিকে ছোট লঞ্চের পরিবর্তে সি-ট্রাক চালু হওয়ায় যাত্রীরা খুশি। তারা বলেন, আমরা নিরাপদে যেতে চাই। সেখানে সি-ট্রাক নিরাপদ।
মুন্সিগঞ্জেরর শিকদারকান্দি গ্রামের বাসিন্দা সিরাজ শিকদার বলেন, আগের লঞ্চগুলো হেলেদুলে চলত। সেখানে এটা নিরাপদ। ভাড়া ৪০ টাকা হলে ঠিক আছে। তবে আধা ঘণ্টার পরিবর্তে এক ঘণ্টা হলেও সমস্যা হবে না। তার বেশি সময় নিলে যাত্রী যেতে চাইবে না।'
নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল বলেন, বিআইডব্লিউটিএ'র সিস্টার অর্গানাইজেশন বিআইডব্লউটিসি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিসির সি-ট্রাক চালু করা হচ্ছে। আজকে একটি মাত্র সি-ট্রাক দিয়ে পরীক্ষামূলক চালু করা হয়েছে। তবে আগামীকাল থেকে নির্দিষ্ট সময়ে চলাচল করবে। যাত্রীদের প্রয়োজন অনুসারে এর সংখ্যা বাড়ানো হবে।'
তিনি আরও বলেন, 'আজকে মুন্সিগঞ্জ নৌপথে চলাচল শুরু হয়েছে। ধারাবাহিকভাবে অন্য সবগুলো নৌ পথে সি-ট্রাক চলাচল শুরু হবে।'
প্রসঙ্গত, গত ২০ মার্চ দুপুর সোয়া দুটায় সদর উপজেলার চর সৈয়দপুর কয়লাখাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে "এমভি রূপসী-৯ " নামে কার্গো জাহাজের ধাক্কায় 'এমএল আফসার উদ্দিন' নামে যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। এতে শিশু, নারী সহ ১১ জনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর দিন থেকে নারায়ণগঞ্জের ৫টি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ