বরিশালের গৌরনদী উপজেলায় বন্দুক, ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামসহ কবির মৃধা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮। আটক কবির ওই উপজেলার নন্দনপট্টি গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে।
শুক্রবার (২৫ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ শনিবার সকালে র্যাব-৮ সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে গৌরনদীর লাখেরাজ কসবা গ্রামের সোবাহান সরদারের বাড়ির সামনে থেকে কবির মৃধাকে আটক করে র্যাব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক, ৭টি ককটেল, বিস্ফোরকসহ ককটেল তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক কবির একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী এবং বোমা তৈরির দক্ষ কারিগর। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে কবিরকে শুক্রবার রাতেই গৌরনদী থানায় সোপর্দ করে অস্ত্র এবং বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ