বগুড়া জেলা পুলিশের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম)।
শনিবার বেলা সাড়ে ১২টায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়াম আলোচনা সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এএইচএম আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।
আলোচনা সভার শুরুতে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এএইচএম আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান।
সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, স্বাধীনতার মূল ইতিহাস জানার লগ্ন এখনই। দেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হতে হবে। স্বাধীনতা সংগ্রামে যার যা অবদান তা সকলকে জানতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বইগুলো আমাদের জানতে হবে। তার লেখা কারাগারের রোজনামচা এবং অসমাপ্ত আত্মজীবনী বই দুটিতে তিনি স্বাধীনতা সংগ্রামে ইতিহাস লিখেছেন। লিখেছেন এদেশের মানুষের লড়াই সংগ্রামের ইতিহাস। পুলিশ সদস্যরাও বঙ্গবন্ধুর পাশে থেকেছেন সেটিও তিনি লিখেছেন। বঙ্গবন্ধুর সঙ্গে পুলিশ সদস্যরা এ দেশের স্বাধীনতা সংগ্রামের নীতি নির্ধারণীতে ভূমিকা পালন করেছে। পূর্ব বাংলায় কর্মরত প্রায় ১৩ হাজার পুলিশ সদস্য স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বীকৃতি দিয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল