মুন্সীগঞ্জের শ্রীনগরে সামির হোসেন নামের আড়াই বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকার সময় শিশুটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সামির হোসেন রাঢ়ীখাল বাজারের মুদি দোকানদার সানোয়ার হোসেনের সন্তান।
বিডি প্রতিদিন/এএম