আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য গতিশীল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশ ও উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আমদানি-রফতানি, যাত্রীদের সুবিধা এবং অসুবিধাসহ বিভিন্ন বিষয়ে অংশ গ্রহণকারীরা আলোচনা করেন।
বৈঠকে বন্দরের চলমান বাণিজ্য, দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসব বিষয়ে উভয় দেশ ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বলে জানানো হয়।
আজ বুধবার দুপুরে আখাউড়া বন্দর বৈঠকখানায় বাংলাদেশের পক্ষে স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মো. কবীর খান ও ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বন্দর সুপারিন্টেনডেন্ট দেবাশীষ নন্দির নেতৃত্বে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মো. কবীর খান ছাড়াও আখাউড়া বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, আখাউড়া স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ উপ-পরিচালক মো. হাবিবুল্লাহ, আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা শাহ্ নোমান সিদ্দিকী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানি কমান্ডার সুবেদার কাজী ফরিদ আহমেদ, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবু বকর।
অপরদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থল বন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দির নেতৃত্বে ভারতীয় ১১ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর