ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের বিকন কলেজ রাস্তার মাথা থেকে চার কেজি গাজাঁ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ছাদেক মিয়া (৫০) নামে একজনকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের বিকন মডেল কলেজ-এর সামনে অভিযান চালিয়ে ছাদেক মিয়া নামে একজনকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে টেপ মোড়ানো দু’টি পলিথিন থেকে চার কেজি গাঁজা উদ্ধার হয়।
তিনি আরো জানান, আটক ছাদেক মিয়া কুমিল্লা কোতোয়ালি থানার কোটেশ্বর এলাকার মৃত রেনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক