কক্সবাজারের উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজেমপাড়া এলাকায় বিভিন্ন দোকানে কতিপয় ব্যক্তি র্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় দু’জনকে আটক করেছে র্যাব-১৫। সোমবার সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করে র্যাব-১৫এর সদস্যরা।
আটকরা হলেন বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. ফয়েজ উদ্দিন (১৯), নরসিংদীর মাধবদী উপজেলার কান্দাপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে মো. আল আমিন (৩৩)। এসময় সুমন মুন্সি (৩০) নামের আরো একজন পালিয়ে যায়, সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট এলাকার আকবর আলী মুন্সির ছেলে।
কক্সবাজার র্যাবের সহকারী পুলিশ সুপার (আইন ও মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় দু’জনকে (ভুয়া র্যাব সদস্য) আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সত্যতা স্বীকার করে জানায়- তাদের ভাড়াবাসায় চাঁদাবাজিতে ব্যবহৃত র্যাব জ্যাকেট, র্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের নিকট হতে আদায়কৃত অর্থ ও অন্যান্য জিনিসপত্র রয়েছে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীসহ ভাড়া বাসায় তল্লাশি করে ২ টি ভুয়া র্যাব জ্যাকেট, ১ টি পিস্তলের কভার, ১ টি রিভলবার সদৃশ লাইটার, ১ টি স্টিলের ছোরা এবং তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজিকৃত ২ হাজার একশো টাকা ও ২ টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলেও র্যাবের এই কর্মকর্তা জানান।
বিডি-প্রতিদিন/শফিক