বরগুনার পাথরঘাটা পৌরসভায় স্ত্রী ও প্রেমিকার সঙ্গে অভিমান করে জাকারিয়া (২৭) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে জাকারিয়া তার দুই বন্ধুকে বিষাক্ত ট্যাবলেট খাওয়ার কথা জানায়। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জাকারিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠিয়েছে।
জানা গেছে, ১০-১২ বছর আগে বিয়ে করেন জাকারিয়া। তার দুটি সন্তান রয়েছে। পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ায় স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। তার জেরেই জাকারিয়া আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন এলাকাবাসী। তবে জাকারিয়ার শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছে, প্রেমিকার সাথে অভিমান করেই আত্মহত্যা করেছেন জাকারিয়া।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আত্মহত্যার কারণ তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে ।
বিডি প্রতিদিন/ফারজানা