দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে কামাল হোসেন ও লুৎফর রহমান নামে দুই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে এই অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো- মো. কামাল হোসেন (২৭) চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের ইছামতি গ্রামের ডাঙ্গাপাড়া এলাকার মো. বরকত আলীর ছেলে। লুৎফর রহমান (৩৩) উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের মহির মেম্বারপাড়া এলাকার মৃত মফিরউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদের নেতৃত্বে চিরিরবন্দরের ইছামতি গ্রামের ডাঙ্গাপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. কামাল হোসেনকে ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। অপরদিকে, সোমবার দিবাগত আনুমানিক রাত আড়াইটায় চিরিরবন্দরের দক্ষিণ নশরতপুর গ্রামের মহির মেম্বারপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. লুৎফর রহমানকে ১ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।
চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ গাঁজাসহ মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। ধৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম