নিরাপদ এবং ফলপ্রসূ অভিবাসন নিশ্চিত করতে নাটোর জেলায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ার।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব সন্দ্বিপ কুমার সরকার, নাটোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ গোলাম নবীসহ গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও কর্মীরা।
সভায় অভিবাসন সম্পর্কে বলা হয়, নিরাপদ ও ফলপ্রসূ অভিবাসন নিশ্চিত করতে বিদেশে শ্রম বাজার তৈরি, প্রবাসে যেতে ইচ্ছুক ব্যক্তিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, রিক্রুটিং এজেন্টদের লাইসেন্স প্রদান, প্রবাসীদের আয়কে দেশের অর্থনৈতিক খাতে সদ্ব্যবহার এবং প্রবাসে বাঙালিদের সাংস্কৃতিক চর্চায় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে মন্ত্রণালয়।
বিডি প্রতিদিন/এমআই