কুড়িগ্রামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৬ ভলিবল প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে জেলায় অনূর্ধ্ব-১৬ ভলিবল প্রশিক্ষণে এ ধরনের আয়োজন প্রথমবারের মতো করা হয়েছে। জেলার অনূর্ধ্ব-১৬ কিশোরদের এ প্রশিক্ষণে স্বপ্ন পূরণে এগিয়ে যাবে কুড়িগ্রাম জেলা ক্রীড়া বলে ক্রীড়বিদদের ধারণা।
জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ৯ উপজেলা থেকে সম্ভাবনাময় ৩০ জন কিশোরকে বাছাই করে এ কর্মসূচি শুরু হয়। এ প্রশিক্ষণে প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা ব্যাপী চলবে। থাকবে নিয়মানুবর্তিতা, শারীরিক ও মানসিক বিকাশে অনুশীলন। খেলায় কলাকৌশল রপ্ত করার মাধ্যমে কিশোরদের গড়ে তোলা হচ্ছে দক্ষ খেলোয়াড় হিসেবে।
মঙ্গলবার দুপুরে উদ্বোধনী দিনে ৪টি স্কুল দল নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনে শুরু হয় প্র্যাকটিস ম্যাচ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান প্রশিক্ষণ কর্মসূচি সম্বন্ধে বলেন, এ প্রশিক্ষণের ধারাবাহিকতায় বিভিন্ন টুর্নামেন্টের প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ জেলায় অব্যাহত থাকবে। আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম