ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসায় বেনাপোল চেকপোস্ট দিয়ে গতকাল ৪ এপ্রিল থেকে ভারতে প্রবেশ-প্রস্থান করতে পারছেন পাসপোর্টধারী যাত্রীরা। তবে পুরোনো ট্যুরিষ্ট ভিসাধারীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। শুধুমাত্র ২৬ মার্চের পর পাওয়া ট্যুরিস্ট ভিসাধারীগণ ভারতে যাবার সুবিধা ভোগ করতে পারছেন বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তা রাজু আহমেদ জানান, গত ২ দিনে নতুন ভিসা নিয়ে ভারতে যাবার জন্য বেনাপোলে এসেছেন মাত্র ৪/৫ জন যাত্রী। ২৬ মার্চের পরে পাওয়া ট্যুরিষ্ট বা ভ্রমণ ভিসা নিয়ে পাসপোর্ট যাত্রীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করতে পারবেন।
সে ক্ষেত্রে ভিসার শর্তানুযায়ী হরিদাসপুর রুট লেখা থাকতে হবে। বাই এয়ার ভিসাধারীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যেতে পারবেন না। করোনাকালীন সময়ে বা তার আগে ট্যুরিস্ট ভিসাধারী যাত্রীরাদেরকে এই মুহূর্তে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বিডি প্রতিদিন/হিমেল