নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে তিন নবজাতক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধূ। সোমবার রাতে বেসরকারি বনপাড়া আমিনা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের জন্ম হয়। আম্বিয়া খাতুন উপজেলার জোনাইল ইউনিয়নের সরাবাড়িয়া গ্রামের প্রতিবন্ধী নুর ইসলামের স্ত্রী।
জানা যায়, সোমবার প্রসব বেদনা উঠলে লাভলীকে বনপাড়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে অপারেশনের মাধ্যমে একসাথে তিন কন্যা সন্তানের জন্ম হয়।
বনপাড়া আমিনা হাসপাতালের মালিক ডা. আনছারুল হক জানান, বর্তমানে প্রসূতি মা ও তিন সন্তান সুস্থ আছে। সুস্থ সন্তান তিনটির প্রত্যেকের ওজন দুই কেজির কাছাকাছি।
প্রতিবন্ধী নুর ইসলাম জানান, তাদের সংসারে আগের একটি মেয়ে আছে। তিনটি সন্তান ও স্ত্রী সুস্থ থাকায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন।
বিডি প্রতিদিন/এমআই