উখিয়ার কুতুপালং ২ ওয়েস্টের বি ব্লকে অভিযান চালিয়ে অস্ত্র ও এপিবিএনের ইউনিফর্ম এবং সেনাবাহিনীর বুথসহ কথিত ‘আরসা’ নেতা জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধানকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি ক্যাম্প ২ ইস্টের বি-ব্লকের বাসিন্দা বশীর আহমদের ছেলে আবু ছিদ্দিক (এফসিএন-১৩৯৭৪৬)।
মঙ্গলবার গভীর রাতে কুতুপালং বালুরমাট ক্যাম্প পুলিশের সদস্যরা তাকে আটক করে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪-এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাট ক্যাম্প পুলিশের সদস্যরা উক্ত স্থানে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি, ১টি এপিবিএনের ইউনিফর্ম ও সেনাবাহিনীর জুতা উদ্ধার করে।
তিনি বলেন, সে এপিবিএন-এর ইউনিফর্ম সংগ্রহ করেছে রোহিঙ্গা ক্যাম্পে সাংগঠনিক কাজ করার জন্য। এপিবিএন কমব্যাট ইউনিফর্ম নিয়ে রাতের বেলা সাংগঠনিক কাজ করলে সুবিধা পাবে, যেহেতু রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ দায়িত্ব পালন করে আসছে।
ধৃত রোহিঙ্গা কথিত ‘আরসা’ নেতার জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সুপার নাইমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর