রোহিঙ্গা ক্যাম্প প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন হোটেল-মোটেল, বন্দর ও পৌরসভার আশপাশের এলাকায় কাজ করা ৪৯ রোহিঙ্গাকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত টেকনাফ মডেল থানা পুলিশের একাধিক টিম বিভিন্ন হোটেল-মোটেল বন্দর এবং পৌরসভার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরবর্তীতে কুতুপালং শরণার্থী ক্যাম্পে ইনচার্জের নিকট তাদের হস্তান্তর করা হয়। এছাড়াও টেকনাফ পৌরসভার ভূমি অফিস সংলগ্ন মক্কা আবাসিক হোটেলে বয়ের কাজ দেয়ার জন্য এক রোহিঙ্গা কিশোরসহ ম্যানেজারকে আটক করা হয়েছে।
জানা যায়, ২০১৭ সালের আগস্টের পর থেকে রোহিঙ্গা নিয়ন্ত্রণে কক্সবাজার-টেকনাফ সড়কে ৪টি চেকপোস্টে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু সম্প্রতি চেকপোস্টগুলো উঠে যাওয়ায় রোহিঙ্গারা নির্ভয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, টেকনাফের বিভিন্ন হোটেল-মোটেল, বন্দর এবং পৌরসভার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরবর্তীতে রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্প ইনচার্জদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর