গোপালগঞ্জে শহরে অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে জেল ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে এক কারখানার মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে, কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৭ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ কারাদন্ড ও জরিমানার আদেশ দেন।
বিডি প্রতিদিন/এএম