যশোরের শার্শা উপজেলায় ৩ কেজি গাঁজাসহ শুকুর আলী গাজী (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় শার্শা থানার পান্তাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুকুর আলী শার্শা থানার পান্তাপাড়া গ্রামের মৃত সদর গাজীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানার পান্তাপাড়া গ্রামে শুকুর আলীর বাড়ির সামনে অভিযান চালায়। এসময় পাকা রাস্তার উপর থেকে ৩ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৯০ হাজার টাকা বলে জানায় ডিবি পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই