বরিশাল জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সুমন মোল্লাকে হত্যাচেষ্টার ঘটনায় ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত সুমনের মা সেতারা বেগম বাদী হয়ে মঙ্গলবার কোতয়ালী মডেল থানায় এই মামলা দায়ের করেন।
এ মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমকে পুলিশ গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
মামলার আসামিরা হলো- নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির মোল্লা, তার ভাই মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনির, ছোট ভাই সাবেক ছাত্রদল নেতা মামুন মোল্লা, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিুকর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মীর শহিদুল ইসলাম রনি, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাফিন মাহমুদ তারিক, মঈন সিকদার, ওয়াদুদুর রহমান সোহেল মোল্লা, আজম, বাশার, সুরুজ, পান্না মৃধা, শফিকুল ইসলাম ওয়ারেছ ও জাহিদ। এছাড়া আরও ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নগরীর রূপাতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে গত সোমবার সন্ধ্যায় সুমন মোল্লাকে কুপিয়ে আহত করার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/এএম