ঝিনাইদহে তুচ্ছ ঘটনা নিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে পাগলাকানাই ইউনিয়নের চর খাজুরা আবাসনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা হলেন চর খাজুরা আবাসনের মনিরুল ইসলামের ছেলে শাহিন (২২), একই জায়গার নাসির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৬), দুদ মল্লিকের ছেলে লাল চাদ (১৯), বিশু মল্লিকের ছেলে ও আবাসনের সাধারণ সম্পাদক হারুন মিয়া (৪৮) ও সুজন হোসেন (২১)। এদের মধ্যে শাহিন ও রবিউলের অবস্থা গুরুতর।
আহত হারুন মিয়া জানান, চর খাজুরা আবাসনে সরকারি জায়গায় সরকারি ভাবে কয়েকটি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু কিশোর গ্যাংয়ের সদস্য আকাশ, মুজিবর, জাহিদুল, রিপন, হাসান ও পিন্টু সংঘবদ্ধ হয়ে নিষেধ করে আসছিল। ওইখানে ঘর করতে হলে পিকনিক বাবদ তাদেরকে কিছু টাকা দিতে হবে। এ ঘটনার প্রতিবাদ করায় তারা রামদা, হকিস্টিক ও সেভেন গিয়ার চাকু হাতে নিয়ে প্রথমে আমার উপর অতর্কিত হামলা চালায়। সেসময় তারা আমাকে কিলঘুষি, লাথি মারতে থাকে। ওই সময় চিৎকারে লোকজন ছুটে আসলে শাহিনকে মারধর করে ও গলায় ছুরি চালায় এবং রবিউল, লাল চাদকে এলোপাতাড়ি মারধর করে ও রামদার কোপে সুজন আহত হয়।
এ ব্যাপারে সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) হরিদাস রায় জানান, ওই আবাসনে দুইটি গ্রুপ রয়েছে। তারা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। তবে আহতের ঘটনায় আজ বুধবার সকালে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা কবে।
বিডি প্রতিদিন/হিমেল