গাজীপুরে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কুড়িপাড়া এলাকার চন্দ্র মহন পালের ছেলে রমেশ চন্দ্র পাল (৮৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা শ্রীফলতলী এলাকায় বুধবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয় রমেশ। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমেশ চন্দ্র পালকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন।
গোড়াই হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল