ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের শরীফাবাদ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাতে সংঘটিত এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শরীফাবাদ বাজারে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তালের রস বেচা-কেনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ নিয়ে ঘারুয়া ইউনিয়নের খারদিয়া, বিবিরকান্দা ও শরীফাবাদ গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ঘটনাকে কেন্দ্র করে গত ইউপি নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী খারদিয়া গ্রামের বাসিন্দা ফিরোজুর রহমান নিরু খলিফা (৪৫) হামলার শিকার হন। পরে নিরু খলিফার সমর্থকরা প্রতিপক্ষের বোরহান ফরাজীকে (৩২) কুপিয়ে জখম করেন। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারের ৮টি দোকান ভাংচুরের ঘটনা ঘটে।সংঘর্ষ থামাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আহত এক ব্যক্তিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) শফিউল আলম বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল