গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা ও সাপে কাটাসহ বিভিন্ন অসংক্রামক ব্যাধি হতে রক্ষা ও করনীয় সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ দিনব্যাপী এ কর্মশালার উদ্ধোধন করেন। কর্মশালায় সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. মো. সাকিবুর রহমান ও ডা. সাদ মাহমুদ জয় বিভিন্ন অসংক্রামক ব্যাধি হতে রক্ষা ও করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
কর্মশালায় স্থানীয় সাংবাদিক, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, স্কুল শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল