চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগতিায় র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
এর আগে দিবসটি উপলক্ষে রং-বেরংয়ের বেলুন উড়িয়ে র্যালির শুভ সূচনা করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ও ক্রীড়া ব্যক্তিত্ব মো. মোস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/হিমেল