টাঙ্গাইলের সখীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পি-কাপ চালক রফিকুল ইসলাম রফিক (২৬) এবং মোটরসাইকেল চালক স্কুলছাত্র কাউসার আহমেদ (১৬) নিহত হয়েছেন।
বুধবার ভোররাতে একটি পি-কাপ ঢাকা-সখীপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আম গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই পি-কাপ চালক রফিকুল ইসলাম নিহত হন। নিহত রফিকুল ইসলাম বরিশাল জেলার আগুলজাইরা উপজেলার রাঙতা গ্রামের ফারুক মিয়ার ছেলে। এ সময় অপর আরোহী সিরাজ মিয়াকে (৪৫) গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে সখীপুর থেকে মোটরসাইকেলযোগে স্কুলছাত্র কাউসার আহমেদ (১৬) তার নিজ বাড়ি উপজেলার কালিয়ান দুয়ানীপাড়া ফেরার পথে কালিয়ান খানা পাড়ায় বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্কুলছাত্র ওই গ্রামের বেলু মিয়ার ছেলে এবং কালিয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম সড়ক দুর্ঘটনার বিষয় দুটি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ