বরগুনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ক্রীড়াসংস্থার ব্যবস্থাপনায় আজ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় ক্রীড়া ভবন চত্ত্বরে খেলোয়াড়, ক্রীড়াসংস্থার কর্মকর্তাদের সমাবেশ শেষে র্যালি বের হয়। বরগুনা-পুরাকাটা সড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে ক্রীড়া ভবনে এসে র্যালি শেষ হয়।
জেলা ক্রীড়াসংস্থার সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে র্যালিতে সাবেক ফুটবলার ও ক্রীড়াবিদ মহিউদ্দিন মকবুল, রেফারি এসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, বিকাশ সাহা, নির্বাহী সদস্য, মনিরুজ্জামান জামাল, কোষাধ্যক্ষ জসিম উদ্দীন সাগর, নির্বাহী সদস্য মো. হাসানুর রহমান, খলিলুর রহমান, কামাল উদ্দীন, তুহিন, সাবেক ফুটবলার, ফারুক, মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক মাহমুদা আক্তার, সহ সভাপতি নিগাত আজাদ, মেরী মোস্তফা, খালেদা সুইটিসহ খেলোয়াড় ও ক্রীড়াবিদরা র্যালিতে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল