দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে মাইক্রোবাসের ধাক্কায় ফটিক চন্দ্র রায় (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গত মঙ্গলবার রাতে ওই মহাসড়কের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর নামক স্থানে এ ঘটনা ঘটে।
ফটিক চন্দ্র রায় ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামের শচীন চন্দ্র রায়ের ছেলে এবং সে একজন অটোরাইসমিল শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই সময়ে ফটিক চন্দ্র রায় প্রতিদিনের ন্যায় বিরামপুরের একটি রাইসমিল থেকে কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এমন সময় জয়নগর পৌঁছালে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লেগে ফটিক চন্দ্র সড়কে ছিটকে পড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফটিক চন্দ্র রায়কে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন