বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া চকমাধক এলাকার মাঠে বৃহস্পতিবার ভোরে বিদ্যুৎস্পৃর্শে নুরুল ইসলাম (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দামুডাঙ্গা গ্রামের মৃত নবির উদ্দীনের ছেলে নুরুল ইসলাম (৫২) দুপচাঁচিয়া উপজেলার তালোড়া চকমাধক গ্রামের আজিজার রহমানের বাড়িতে থেকে কৃষি কাজ করতো। ঘটনার দিন বৃহস্পতিবার প্রতিদিনের মতো ভোরে সে জমিতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়। চকমাধক এলাকার মাঠের মধ্যে পৌছিলে জমির মাঝে ডিপ মেশিনের ছেড়া বৈদ্যুতিক তারের সাথে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হয় এবং ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ