বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে দমন-নিপিড়নের পাশাপাশি মিথ্যাচারকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। এই সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে।
শনিবার নেত্রকোনার মদন উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, হাওর অঞ্চলের মানুষের সাথেও সরকার প্রতারণা করছে। বাঁধ নির্মাণ, পুনঃনির্মাণের নামে শত শত কোটি টাকা দুর্নীতি-লুটপাট করছে, যার কারণে বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে হাজার হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হচ্ছে।
এমরান সালেহ প্রিন্স বলেন, খাদ্য উৎপাদন নিয়েও খাদ্যমন্ত্রী মিথ্যাচার করছে। তিনি বলেছেন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অথচ প্রতিবছর হাজার হাজার টন খাদ্য আমদানি করছে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি দাবি করে তিনি বলেন, অসত্য স্বীকারোক্তি আদায়ে ব্যর্থ হয়ে তাকে একের পর এক ফরমায়েসী রায় দিয়ে আটক রেখেছে। শত নির্যাতনে নতি স্বীকার করেন নাই।
সম্মেলনে মদন উপজেলা বিএনপির সভাপতি পদে নুরুল আলম তালুকদার ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম আকন্দ এবং পৌর বিএনপির সভাপতি পদে কামরুজ্জামান হাসান চন্দন ও সাধারণ সম্পাদক পদে আবদুল কাদের নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন