পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের ৬ দিন পর নুসরাত জাহান (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহিরদাসপাড়া গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার হয়। শিশু নুসরাত ওই গ্রামের ফরিদ মৃধার মেয়ে।
জানা যায়, গত ৩ এপ্রিল রবিবার সন্ধ্যায় নুসরাত নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত ৬ এপ্রিল বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করেন নুসরাতের বাবা। এরপর গতকাল শুক্রবার সন্ধ্যায় এলাকাবাসী নুসরাতের বাড়ির পাশের খালে এক শিশুর লাশ ভাসতে দেখে চিৎকার দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করলে দেখে যায় লাশটি নিখোঁজ শিশু নুসরাতের।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর