লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামে পুকুর থেকে বলরাম চন্দ্র (৬) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বিকেলে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন। বলরাম ওই গ্রামের বাসিন্দা মনঞ্জয় চন্দ্রের ছেলে।
জানা গেছে, শুক্রবার (৮ এপ্রিল) বিকেল নিখোঁজ ছিল বলরাম চন্দ্র। সম্ভাব্য সব স্থানে খুঁজেও শিশুটির কোনো সন্ধান পায়নি স্বজনরা। আজ সকালে দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে বলরামের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পরিবারের ধারণা, পুকুরপাড়ে খেলা করার সময় পানিতে পড়ে ডুবে যায় শিশুটি।
বিডি প্রতিদিন/হিমেল