চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি-ছিনতাই ও মাদকসহ ১৪ মামলার এজহারভুক্ত আসামিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে এসআই মো. নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবাসহ এজহারভুক্ত মামলার আসামি মো. শরীফকে আটক করে। তিনি ষোলদানা এলাকার মৃত অজি উল্যাহ’র ছেলে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, ১৪ মামলার আসামিকে ইয়াবাসহ আটক করে করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর